আরোপিত গণতন্ত্র খোদ গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: জাতসংঘে চীনা প্রতিনিধি
2021-12-11 18:27:36

ডিসেম্বর ১১: জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তেই পিন গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদে সুদানবিষয়ক এক সভায় বলেন, সুদানের বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে যে, বাইরে থেকে আরোপিত গণতন্ত্র খোদ গণতান্ত্রিক চেতনার পরিপন্থি; এটা কেবল গণতন্ত্রের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ মাত্র, সত্যিকারের গণতন্ত্র নয়।

তেই পিন বলেন, সুদানের রাজনীতি সঠিক পথে ফিরে এসেছে এবং চীন একে স্বাগত জানায়। এ থেকে প্রমাণিত হয়েছে যে, দেশ ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিলে, সংলাপে অবিচল থাকলে, ও প্রয়োজনীয় আপোস করলে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়।

তিনি বলেন, সুদানের বিভিন্ন পক্ষের প্রতি রাজনৈতিক চুক্তি বাস্তবায়ন করতে ও রাজনৈতিক উত্তরণের সুষ্ঠু প্রবণতা ধরে রাখতে আহ্বান জানায় চীন। আন্তর্জাতিক সমাজের উচিত এ ক্ষেত্রে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখা এবং সুদানি জনগণের পছন্দ-অপছন্দকে সম্মান দেখানো।

তিনি আরও বলেন, গণতন্ত্র বাস্তবায়নের পদ্ধতি বৈচিত্র্যময়। বিভিন্ন দেশের গণতান্ত্রিক পথ ও ধরন নিজ নিজ জাতীয় অবস্থা ও উন্নয়ন-পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়াই স্বাভাবিক। (লিলি/আলিম/শুয়ে)