চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার জনগণের জন্য সুসংবাদ: নিকারাগুয়ার প্রেসিডেন্ট
2021-12-11 19:24:41

ডিসেম্বর ১১: নিকারাগুয়ার প্রেসিডেন্ট হোসে ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা গতকাল(শুক্রবার) বলেছেন, চীনের সঙ্গে তাঁর দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার নিকারাগুয়ার জনগণের জন্য সুসংবাদ।

ওর্তেগা বলেন, তিনি গত শতাব্দীর আশির দশকে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর চীন সফর করেন। সে-সময়ের সঙ্গে তুলনা করলে, চীন বর্তমানে সম্পূর্ণ বদলে গেছে। আজ চীন বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে; চীনের অর্থনীতি, মানুষের জীবনমান উন্নত হয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটি অনেক উন্নত হয়েছে। (জিনিয়া/আলিম/শুয়েই)