আসন্ন অলিম্পিক গেমসে সকল দেশের ক্রীড়াবিদদের স্বাগত জানায় বেইজিং: চীনা মুখপাত্র
2021-12-11 18:23:27

ডিসেম্বর ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, তাঁর দেশ আসন্ন শীতকালীন অলিম্পিক গেমসে বিশ্বের সকল দেশের ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাগত জানায়।

তিনি বলেন, চীন সবাইকে নিয়ে অলিম্পিক চেতনা বাস্তবায়ন করতে এবং উন্নয়নের ক্ষেত্রে অলিম্পিকের নতুন অবদান নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাবে।

মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক হলো সারা বিশ্বের ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদীদের জন্য একটি দুর্দান্ত ইভেন্ট ও আনন্দের মঞ্চ। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে শীতকালীন অলিম্পিক গেমসকে সামনে রেখে বিশ্বব্যাপী ‘যুদ্ধবিরতি প্রস্তাব’ গৃহীত হয়, যা ১৭৩টি সদস্যদেশ একযোগে উত্থাপন করে। এ প্রস্তাব বেইজিং শীতকালীন অলিম্পিকের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ।

মুখপাত্র আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও সেসব দেশের অলিম্পিক কমিটিগুলো ক্রমবর্ধমান হারে প্রকাশ্যে বেইজিং শীতকালীন অলিম্পিকের প্রতি নিজেদের সর্মথন প্রকাশ করছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ স্পষ্ট করেই বলেছেন, অলিম্পিক আয়োজনের লক্ষ্য বিশ্বকে ঐক্যবদ্ধ করা। অলিম্পিককে নিয়ে রাজনীতি অলিম্পিক আন্দোলনের চেতনাকে বিনষ্ট করবে। অলিম্পিককে যদি বৈশ্বিক সংঘাত ও মতভেদ বাড়াতে ব্যবহার করা হয়, তবে তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মিশনকে ব্যর্থ করে দেবে। (জিনিয়া/আলিম/শুয়েই)