সিনচিয়াংয়ে উইগুরসহ সংখ্যালঘু জাতির লোকসংখ্যা বেড়েছে: পরিসংখ্যান
2021-12-11 18:23:48

ডিসেম্বর ১১: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত অনুসারে, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জনসংখ্যা, বিশেষ করে উইগুরসহ সংখ্যালঘু জাতির লোকসংখ্যা বিগত বছরগুলোতে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

উপাত্ত অনুসারে, বিগত ৭০ বছরে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে, সেখানকার মানুষের গড় আয়ু ক্রমশ বেড়েছে, অঞ্চলটিতে নগরায়ন ও আধুনিকায়ন বাস্তবায়িত হয়েছে, এবং অঞ্চলের সকল জাতির মানুষ পাশাপাশি সুখী জীবনযাপনে অভ্যস্ত হয়েছে।

এদিকে, ২০২০ সালের সপ্তম জাতীয় আদম-শুমারির উপাত্ত অনুসারে, সিনচিয়াংয়ের মোট জনসংখ্যা ২ কোটি ৫৮ লাখ ৫২ হাজার ৩০০ জন। এদের মধ্যে হান জাতির মানুষ ১ কোটি ৯ লাখ ২০ হাজার ১০০ জন এবং বিভিন্ন সংখ্যালঘু জাতির মোট জনসংখ্যা মোট ১ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ২০০ জন।

আদম-শুমারির ফল অনুসারে, ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত সিনচিয়াংয়ে উইগুর জাতির মানুষের সংখ্যা বছরে গড়ে বেড়েছে ১.৬৭ শতাংশ করে। এসময় উইগুর জাতির মধ্যে শিক্ষারও ব্যাপক বিস্তার ঘটেছে। (জিনিয়া/আলিম/শুয়েই)