বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগদানের ২০তম বার্ষিকী উপলক্ষ্যে জেনিভায় ফোরাম আয়োজিত
2021-12-11 16:19:38

ডিসেম্বর ১১: চীনের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)-তে যোগ দেওয়ার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (শুক্রবার) জেনিভায় একটি ফোরামের আয়োজন করা হয়। ফোরামের মূল প্রতিপাদ্য ছিল: ‘বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগদানের ২০ বছর: সংযোগ ও উন্নয়ন।’ ফোরামটি বিশ্ব বাণিজ্য সংস্থার সচিবালয় ও জেনিভায় চীনের স্থায়ী প্রতিনিধিদলের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

ফোরামে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি লি ছেং কাং বলেন, এ সংস্থায় যোগদান শুধু চীনের জন্য বিরাট অর্থনৈতিক ও সামাজিক সাফল্য এনে দিয়েছে তা নয়, বরং বিশ্বের অর্থনীতি ও বিভিন্ন দেশের জনগণের জন্যও কল্যাণ বয়ে এনেছে।

তিনি আরও বলেন, চীন দৃঢ়ভাবে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থাকে সমর্থন করে যাবে, মহামারী প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে অবদান রেখে যাবে, এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রয়োজনীয় সংস্কারকে সমর্থন করবে।

ফোরামে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান এনগোজি ওকোনজো-আইওয়েলা বলেন, বিগত ২০ বছরে চীন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চীন বিশ্বের দারিদ্র্যবিমোচন দূরীকরণ ও মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং ডাব্লিউটিও-র সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখছে। (শুয়েই/আলিম/লিলি)