‘আগামী বছরও চীনা অর্থনীতিতে উন্নতির ধারা বজায় থাকবে’
2021-12-11 18:54:15

‘আগামী বছরও চীনা অর্থনীতিতে উন্নতির ধারা বজায় থাকবে’_fororder_jing1

ডিসেম্বর ১১: আগামী বছরও চীনা অর্থনীতিতে উন্নতির ধারা বজায় থাকবে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদ্যসমাপ্ত অর্থনীতিবিষয়ক কর্মসম্মেলনে এ কথা উল্লেখ করা হয়েছে।

‘আগামী বছরও চীনা অর্থনীতিতে উন্নতির ধারা বজায় থাকবে’_fororder_jing2

কর্মসম্মেলনে বলা হয়, চলতি বছর চীন অর্থনীতির উন্নয়ন ও মহামারী মোকাবিলায় বিপুল সাফল্য পেয়েছে। এসময় দেশের  কৌশলগত বৈজ্ঞানিক সক্ষমতাও দ্রুতগতিতে বেড়েছে।

‘আগামী বছরও চীনা অর্থনীতিতে উন্নতির ধারা বজায় থাকবে’_fororder_jing3

সম্মেলনে বলা হয়, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারিত হচ্ছে, জনগণের জীবিকা নিশ্চিত করা সম্ভব হয়েছে, এবং প্রাকৃতিক সভ্যতার নির্মাণকাজও সমান তালে এগিয়ে চলেছে।

‘আগামী বছরও চীনা অর্থনীতিতে উন্নতির ধারা বজায় থাকবে’_fororder_jing5

‘আগামী বছরও চীনা অর্থনীতিতে উন্নতির ধারা বজায় থাকবে’_fororder_jing4

সম্মেলনে আরও বলা হয়, আগামী বছর চীন সক্রিয় আর্থিক নীতি ও স্থিতিশীল মুদ্রানীতি ধরে রাখবে; নিজের কৌশলগত বৈজ্ঞানিক সক্ষমতা বাড়াবে ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখবে; উচ্চমানের উন্মুক্তকরণ কার্যক্রম বজায় রাখবে ও যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ বাস্তবায়ন করবে; অর্থনীতির উন্নয়নকে জনগণের জীবনমান উন্নয়নের সঙ্গে সমন্বিত করবে। (শুয়েই/আলিম/লিলি)