যুক্তরাষ্ট্রের আনীত অভিযোগ সঠিক নয় :স্বরাষ্ট্রমন্ত্রী
2021-12-11 18:55:47

যুক্তরাষ্ট্রের আনীত অভিযোগ সঠিক নয় :স্বরাষ্ট্রমন্ত্রী_fororder_211211-3

ঢাকা, ডিসেম্বর ১১: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ এবং র‌্যাবের বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে যুক্তরাষ্ট্রের আনীত ‘গুরুতর’ অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী ওই অভিযোগ অস্বীকার করে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে কোনো অনিয়ম হয় না বলে জানান। কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

 মার্কিন রাজস্ব বিভাগের প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় বর্তমান পুলিশ প্রধান ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ এবং র‌্যাবের বর্তমান মহাপরিচালকসহ বাহিনীর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং নিরাপরাধ ব্যক্তি, রাজনৈতিক মতবিরোধী ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগ করা হয়।

ঐশী/শান্তা