বৃহত্তর উপসাগরীয় এলাকার বিজ্ঞান ফোরামে সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তা
2021-12-11 16:19:08

ডিসেম্বর ১১: আজ (শনিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার বিজ্ঞান ফোরামের সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠান।

বার্তায় সি চিন পিং বলেন, বর্তমান বিশ্ব বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও শিল্প খাতে সংস্কার বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে। এ অবস্থায় কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার উচিত বিশ্বে বৈজ্ঞানিক উদ্ভাবনের দিক দিয়ে শীর্ষ পর্যায়ে উন্নীত হওয়ার চেষ্টা করা ও নতুন শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করা।

সি চিন পিং আরও বলেন, চীন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক বৈজ্ঞানিক বিনিময় ও সহযোগিতা ঘনিষ্ঠতর করতে, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়ের গবেষণা আরও জোরদার করতে, এবং মানবজাতির জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টি করতে চায়।

উল্লেখ্য, চলতি বছরের বৃহত্তর উপসাগরীয় এলাকার বিজ্ঞান ফোরাম কুয়াংতুং প্রদেশের কুয়াং চৌ শহরে অনুষ্ঠিত হচ্ছে। এর মূল প্রতিপাদ্য হলো: ‘ভবিষ্যতের অনুসন্ধান, যৌথভাবে বিজ্ঞানের কল্যাণ ভাগাভাগি করা’। (শুয়েই/আলিম/লিলি)