আন্তর্জাতিক পণ্য উদ্ধার করা এবং পালিয়ে যাওয়া দুর্নীতিবাজদের গ্রেফতার করে আইনানুগ শাস্তি দেবে চীন
2021-12-10 13:48:14

ডিসেম্বর ১০: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন সরকার শূন্য সহনশীলতার দৃষ্টিভঙ্গি নিয়ে দুর্নীতি দমন করবে, দৃঢ়ভাবে আন্তর্জাতিক পণ্য চুরি করা বা পণ্য উদ্ধার করা এবং পালিয়ে যাওয়া দুর্নীতিবাজদের গ্রেফতার করে আইন অনুসারে শাস্তি দেবে।

৯ ডিসেম্বর ছিল ‘আন্তর্জাতিক দুর্নীতিদমন দিবস’। চীনের দুর্নীতিদমন সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা ব্যাখ্যা করার সময় মুখপাত্র বলেন, দুর্নীতি মানবসমাজের অভিন্ন শত্রু। সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি দমন করা, সন্দেহভাজন ও অবৈধ অর্থ পাচার রোধ করা আন্তর্জাতিক সমাজের মতৈক্য।

২০২০ সালে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর জনমত সমীক্ষা অনুযায়ী, দুর্নীতিদমন কাজের প্রতি জনগণের সন্তোষ ছিল ৯৫.৮ শতাংশ। 
(প্রেমা/তৌহিদ/ছাই)