বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি অনেক দেশ সমর্থন জানিয়েছে
2021-12-10 19:44:45

ডিসেম্বর ১০: সম্প্রতি অনেক দেশ বিভিন্ন পদ্ধতিতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। তারা অলিম্পিক ও খেলাধুলা নিয়ে রাজনৈতিক আচরণকে বিরোধিতা করে। তারা বিশ্বাস করে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বিশ্ববাসীর একতা জোরদার করতে পারবে এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন এগিয়ে নিতে পারবে।  

ভেনিজুয়েলা সরকার এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে যুক্তরাষ্ট্রের ‘কূটনৈতিক বয়কটের’ নিন্দা জানানো হয়। ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয়- শিগগিরি খেলাধুলা নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। ভেনিজুয়েলা সরকার চীনের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনকে দৃঢ় সমর্থন জানায়। ভেনিজুয়েলা বলেছে- এটি গোটা মানবজাতির ক্রীড়া খাতের মহান পুনর্মিলন। 
শ্রীলংকা ক্রীড়া ও যুবমন্ত্রী বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে তিনি অনেক প্রত্যাশা করেছেন। শ্রীলংকা যে কোনও ধরনের অলিম্পিক ও খেলাধুলা নিয়ে রাজনীতি করার আচরণের বিরোধিতা করে। তিনি বলেন, ‘খেলাধুলা গোট বিশ্বের জনগণকে এক করেছে, খেলাধুলার চেতনা হচ্ছে মানবিকতার প্রকৃত প্রতিফলন। তা এ পৃথিবীর সব সুন্দর জিনিসের প্রতীক।”
(আকাশ/তৌহিদ/রুবি)