ইরাকে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন
2021-12-10 13:44:15

ইরাকে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন_fororder_1210-2

ডিসেম্বর ১০: মার্কিন সামরিক পক্ষ ইরাকে এখন প্রশিক্ষণ ও পরামর্শকের ভূমিকা পালন করছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানায়।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিরবি গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন। খবরে বলা হয়, বর্তমানে ইরাকে ২৫০০ মার্কিন সেনা আছে। তারা ইরাকের নিরাপত্তা বাহিনীকে পরামর্শ ও সাহায্য দেবে। তিনি আরো জানান, এ সংখ্যা খুব বেশি পরিবর্তন হবে না।

  (স্বর্ণা/তৌহিদ/ছাই)