কোনও দেশের নিজেকে ‘মানবাধিকারের বিচারক’ হিসেবে গণ্য করার যোগ্যতা নেই: চীনা মুখপাত্র
2021-12-10 19:20:15

ডিসেম্বর ১০: কোনও দেশের নিজেকের ‘মানবাধিকারের বিচারক’ হিসেবে গণ্য করার যোগ্যতা নেই। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

ওয়াং ওয়েন বিন বলেন, প্রত্যেকের মানবাধিকার উপভোগের অধিকার আছে। মানবাধিকার মানবজাতির মহাস্বপ্ন এবং বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন লক্ষ্যবস্তু। একটি দেশ কখনওই মানবাধিকার পর্যালোচনা করতে পারে না। নিজ দেশের জনগণের সে অধিকার রয়েছে। কোনও দেশের মানবাধিকার ভালো কি না, তা দেশটির মানুষের জীবনের নিরাপত্তাবোধ ও সুখের সঙ্গে জড়িত।

 

ওয়াং ওয়েন বিন আরও বলেন, চীন বরাবরই মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব দেয়। চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শত বছরে চীন ১৪০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত হয়েছে। দেশটির জনগণের গড় আয়ু ৩৫ থেকে ৭৭ বছরে উন্নীত হয়েছে। ১৩০ কোটি মানুষ মৌলিক বীমায় অন্তর্ভুক্ত হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)