নিকারাগুয়া ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়িয়েছে: চীনা মুখপাত্র
2021-12-10 19:44:07

ডিসেম্বর ১০: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন,  নিকারাগুয়া  কোনও  পূর্বশর্ত  ছাড়াই চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেছে এবং ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়িয়েছে। তার উচ্চ প্রশংসা করে চীন। দু’দেশের সম্পর্কের উন্নয়ন দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য কল্যাণকর হবে বলে আশা করে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ ভিডিও সংযোগের মাধ্যমে নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ও চীন সফররত নিকারাগুয়ার সরকারি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। দু’পক্ষ আনুষ্ঠানিকভাবে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের যৌথ ঘোষণার সব বিষয় নিশ্চিত করেছে। চীনের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৮১তম দেশে পরিণত হয়েছে নিকারাগুয়া।

ওয়াং ওয়েন বিন বলেন, ‘চীন অব্যাহতভাবে একচীন নীতির ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক উন্নত করবে। চীন ও নিকারাগুয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে আবার দেখা যায়, এক চীন নীতি হচ্ছে আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃত আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। এক চীন নীতি মানুষের সমর্থন পাবে , কেউ বাধা দিতে পারবে না। ”
(আকাশ/তৌহিদ/রুবি)