চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা ও উন্নয়ন যুগের প্রবণতা, যা অপ্রতিরোধ্য: ওয়াং ই
2021-12-10 19:13:33

ডিসেম্বর ১০: চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা ও উন্নয়ন যুগের প্রবণতা, যা অপ্রতিরোধ্য। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ড্যানিস মোনাকাডা’র সঙ্গে ভিডিও বৈঠকের পর সাংবাদিকদের এ-কথা বলেছেন।

 ওয়াং ই বলেন, নিকারাগুয়া সরকার তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেছে, একে স্বাগত জানায় চীন। দেশটি চীনের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী ১৮১তম দেশে পরিণত হয়েছে।

ওয়াং ই আরও বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার তাইওয়ানসহ নিখিল চীনের একমাত্র বৈধ সরকার। এটি সাধারণ নীতি। বিশ্বের অল্প কিছু দেশ এখনও তাইওয়ানের সঙ্গে কথিত কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এটি তাইওয়ান কর্তৃপক্ষের আর্থিক কূটনীতি এবং মার্কিন চাপের ফল। যুক্তরাষ্ট্র ৪০ বছর আগে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্রের অন্য দেশকে নিজস্ব সিদ্ধান্ত নিতে দেয় না। চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করা শুধু সময়ের ব্যাপার এবং যুগের প্রবণতা।

(রুবি/তৌহিদ/শিশির)