‘একচীন নীতিকে’ কেউ বাধা দিতে পারবে না: সিআরআই সম্পাদকীয়
2021-12-10 19:42:11

ডিসেম্বর ১০: সিআরআই সম্পাদকীয় বলেছে, ‘একচীন নীতিকে’ কেউ বাধা দিতে পারবে না। সম্প্রতি নিকারাগুয়া তাইওয়ান কর্তৃপক্ষের সাথে ‘কূটনৈতিক সম্পর্ক বন্ধ’ ঘোষণা করেছে। তারপর চীন ও নিকারাগুয়া কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেছে। এ পর্যন্ত, বিশ্বব্যাপী ১৮১টি দেশ চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। এতে সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে, ‘একচীন নীতি’ হচ্ছে আন্তর্জাতিক সমাজের ব্যাপক মতৈক্য। এটি ইতিহাস ধারাবাহিকতায় স্বীকৃতি পেয়েছে।

বিশ্বে মাত্র একটি চীন আছে, গণপ্রজাতন্ত্রী চীন হচ্ছে গোটা চীনের একমাত্র বৈধ সরকার। তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। যা ব্যাপক স্বীকৃত আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দেশগুলো’ তাইওয়ানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক বাতিল’ করে আসছে। তারা গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করছে বা মূল ভূখণ্ডের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করছে। এতে সম্পূর্ণভাবে বোঝা যায় যে, তারা বর্তমান বিশ্ব বাস্তবতা উপলব্ধি করেছে এবং ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়িয়েছে।
(আকাশ/তৌহিদ/রুবি)