চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেছে নিকারাগুয়া, সঠিক সিদ্ধান্ত- বলেছে চীন
2021-12-10 15:38:21

ডিসেম্বর ১০: চীন ও নিকারাগুয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (শুক্রবার) এ বিষয়ে বলেছেন, নিকারাগুয়া সরকার ‘একচীন নীতি’ স্বীকার করে ও মেনে চলে, তাইওয়ানের সঙ্গে কথিত কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা এবং কখনও তাইওয়ানের সঙ্গে সরকারি সম্পর্ক প্রতিষ্ঠা না করার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি জনগণের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। চীন তার প্রশংসা করে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, বিশ্বে একটিমাত্র চীন রয়েছে। গণপ্রজাতন্ত্রী চীন হলো দেশের একমাত্র বৈধ সরকার। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য একটি অংশ। শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে নিকারাগুয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করতে চায় বেইজিং।

(শিশির/তৌহিদ/রুবি)