পূর্ব ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টদ্বয়
2021-12-10 15:39:05

ডিসেম্বর ১০: ইউক্রেন স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনালাপ করেছেন। দু’জন ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি, দোনবাস অঞ্চলের শান্তি প্রক্রিয়া দ্রুততর করাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, দুই প্রেসিডেন্ট দেড় ঘণ্টার মতো ফোনে কথা বলেছেন এবং শুরুতে দু’জন মার্কিন-রুশ প্রেসিডেন্টদ্বয়ের ভিডিও বৈঠক নিয়ে মতবিনিময় করেছেন।

জেলেনস্কি জোর দিয়ে বলেন, দোনবাস অঞ্চলে শান্তি বাস্তবায়নের পদ্ধতি খুঁজছে তার দেশ এবং সব বাধা দূর করে খোলামেলা আলোচনা করতে চায় ইউক্রেন।

নিরাপত্তা, অর্থ ও রাজনীতিসহ নানা ক্ষেত্রে ইউক্রেনকে মার্কিন সহায়তা দেয়ার বিষয়েও আলোচনা করেছে দু’পক্ষ।

(শিশির/তৌহিদ/রুবি)