পাক শিল্প উন্নয়নে শক্তিশালী চালিকাশক্তি দেবে চীন-পাক অর্থনৈতিক করিডোর
2021-12-10 13:49:02

ডিসেম্বর ১০: গতকাল (বৃহস্পতিবার) পাক প্রধানমন্ত্রীর চীন-পাক অর্থনৈতিক করিডোর-বিষয়ক বিশেষ সহকারী রাজধানী ইসলামাবাদে বলেন, চীন-পাক অর্থনৈতিক করিডোর প্রকল্প সুষ্ঠুভাবে কার্যকর করায় দেশটির জ্বালানি সরবরাহ ও অবকাঠামো পরিস্থিতি উন্নত হয়েছে। করিডোর কাঠামোয় দু’দেশের শিল্প খাতে সহযোগিতা পাকিস্তানের শিল্প উন্নয়নে শক্তিশালী চালিকাশক্তি যোগান দিয়েছে।

বিশেষ সহকারী বলেন, দেশে দিনে ১০ ঘণ্টার বেশি বিদ্যুতের লোডশেডিং জীবন ও শিল্প উন্নয়নে প্রভাব ফেলেছে। করিডোরে বেশ কয়েকটি জ্বালানি প্রকল্প দেশটির জন্য যথেষ্ট, নির্ভরযোগ্য ও সস্তা বিদ্যুত্ দিয়েছে।
তিনি আরও বলেন, ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের প্রতীকী প্রকল্প হিসেবে করিডোর আঞ্চলিক যোগাযোগ স্থাপন করেছে। করিডোরটি পাক-চীন পারস্পরিক কল্যাণের প্রতিফলন। পাক সরকার করিডোর প্রকল্পে গুরুত্ব দেয় এবং প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করেছে। ভবিষ্যতে এই করিডোর দু’দেশ ও অঞ্চলের কল্যাণ সৃষ্টি করবে।
(প্রেমা/তৌহিদ/ছাই)