ব্যক্তিগত উদ্দেশ্যে গণতন্ত্রের অপব্যবহার পুরোপুরি গণতন্ত্র-বিরোধী আচরণ: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-12-10 18:32:10

ডিসেম্বর ১০: তথাকথিত গণতন্ত্র শীর্ষসম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম দিনের ভাষণ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) বলেছেন, যুক্তরাষ্ট্র নিজের আধিপত্য রক্ষা করতে গণতন্ত্রকে ব্যবহার করছে। গণতন্ত্রের অজুহাতে বিচ্ছিন্নতা ও সংঘর্ষে উস্কানি দিচ্ছে। জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইন-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্র যা করেছে তা পুরোপুরি গণতন্ত্র বিরোধী আচরণ।

ওয়াং ওয়েন বিন বলেন, যারা গণতন্ত্রের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, একতরফা অবরোধ ব্যবস্থা আরোপ করে এবং  সামরিক হস্তক্ষেপ চালায়- তারাই গণতন্ত্রের জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্র নিজের মানদণ্ড অনুযায়ী বিশ্বকে গণতন্ত্র ও অগণতন্ত্র-- এই দু’টি শিবিরে ভাগ করেছে। যা বিশ্বে আরও বেশি অস্থিতিশীলতা ও বিপর্যয় ডেকে আনবে।

(শিশির/তৌহিদ/রুবি)