সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় কম্বোডিয়ার জনগণের পাশে দাঁড়াবে চীন
2021-12-10 13:46:03

ডিসেম্বর ১০: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, কম্বোডিয়ার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা সংরক্ষণে দেশটির পাশে দাঁড়াবে বেইজিং।

জানা গেছে, ৮ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও কম্বোডিয়ায় চীনের সামরিক কর্মসূচির অনুমোদন দেওয়াসহ বিভিন্ন অজুহাতে যুক্তরাষ্ট্রে কম্বোডিয়ার পণ্য রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কম্বোডিয়ায় অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণাও জানা গেছে।

এ বিষয়ে চীনা মুখপাত্র ওয়াং বলেন, সম্প্রতি চীন ও কম্বোডিয়ার মধ্যে স্বাভাবিক বিনিময়ে বাধা দেওয়া হয়েছে, কম্বোডিয়ার ওপর চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা আরোপ করা আধিপত্যবাদের প্রতিফলন। এটা আন্তর্জাতিক বিধিনিয়মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, চীন এর দৃঢ় প্রতিবাদ জানায়।

তিনি আরও বলেন, চীন ও কম্বোডিয়া সার্বিক কৌশলগত সহযোগী অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। দু’দেশের মৈত্রী বিভিন্ন ঐতিহাসিক পরীক্ষায় উত্তীর্ণ। যুক্তরাষ্ট্রের এই অপচেষ্টা সফল হবে না। কম্বোডিয়ার জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে চীন।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)