১৭৩টি দেশ ‘অলিম্পিক যুদ্ধবিরতির প্রস্তাবে’ সমর্থন দিয়েছে
2021-12-09 18:24:26

ডিসেম্বর ৯: আন্তর্জাতিক অলিম্পিক  কমিটির চেয়ারম্যান থমাস বাখ বুধবার সুইজারল্যান্ডের লুসানে বলেছেন, সরকারি কর্মকর্তা ও কূটনীতিবিদদের অলিম্পিক গেমসে উপস্থিত হওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ১৭৩টি দেশ অলিম্পিক যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে যা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি সমর্থন ঘোষণা করেছে।

২ ডিসেম্বর ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদে চীন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উত্থাপিত ‘অলিম্পিক যুদ্ধবিরতি প্রস্তাব’ পাস হয়। ১৭৩টি সদস্যদেশ এ প্রস্তাবে সমর্থন দিয়েছে। বাখ বলেন, এ প্রস্তাব অনুযায়ী দু’টি অলিম্পিক গেমসের সফল আয়োজনের জন্য জাতিসংঘের সদস্যদেশের উচিত্ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটির সঙ্গে সহযোগিতা করা।

(শিশির/তৌহিদ/রুবি)