১৪তম বালি গণতন্ত্র ফোরামে চীনা পররাষ্ট্রমন্ত্রী ভাষণ দিয়েছেন
2021-12-09 19:34:05
ডিসেম্বর ৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বৃহস্পতিবার) ইন্দোনেশিয়ায় আয়োজিত ১৪তম বালি গণতন্ত্র ফোরামে  ভিডিও সংযোগের মাধ্যমে ‘সত্য গণতন্ত্রের চেতনা প্রচার করে একযোগে মানবজাতির সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করা’ শীর্ষক এক ভাষণ দিয়েছেন।
 
ওয়াং ই বলেন, গণতন্ত্র হচ্ছে গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ। গণতন্ত্র কোন দেশের পেটেন্ট নয়, এটি বিভিন্ন দেশের জনগণের অধিকার। 
 
ওয়াং ই জানান, সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ ইতোমধ্যে চীনের পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ গণতন্ত্রের নতুন রূপ খুঁজে পেয়েছে— তা হচ্ছে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ‘সব ক্ষেত্রে জন-গণতন্ত্র’। গণতন্ত্রের জন্য চীনাদের সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে। পাশাপাশি অন্য দেশের গণতন্ত্রকে পূর্ণ সম্মান করে চীন।
(আকাশ/তৌহিদ/রুবি)