যুক্তরাষ্ট্রকে সিনচিয়াং-বিষয়ক বিল বন্ধের তাগিদ দিয়েছে চীন: চীনা মুখপাত্র
2021-12-09 19:21:14

ডিসেম্বর ৯: চীনের সিনচিয়াংয়ে বাধ্যতামূলক শ্রম ও গণহত্যার মার্কিন প্রচারণা নিতান্তই গুজব। যুক্তরাষ্ট্র চীনকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে চীন তার দৃঢ় জবাব দেবে। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

 

গতকাল (বুধবার) মার্কিন প্রতিনিধি কক্ষে উইগুরে বাধ্যতামূলক শ্রম রোধসংক্রান্ত বিল গৃহীত হয়েছে এবং সিনচিয়াং থেকে বাধ্যতামূলক শ্রমে জড়িত পণ্য আমদানি করা নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে ওয়াং বলেন, চীন বারবার সিনচিয়াং বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তারা বলেছে বাধ্যতামূলক শ্রম ও গণহত্যা মিথ্যা ও গুজব। যুক্তরাষ্ট্র বারবার সিনচিয়াং ইস্যুতে গুজব ও মিথ্যাচার ছড়ায়। এর আসল লক্ষ্য মানবাধিকারের অজুহাতে রাজনৈতিক ষড়যন্ত্র এবং অর্থনৈতিক আধিপত্য করা। যাতে সিনচিয়াংয়ের স্থিতিশীলতা ও জাতিগত সংহতি ভেঙে ফেলা যায় এবং চীনের উন্নয়নে বাধা দেওয়া যায়।

(রুবি/তৌহিদ/শিশির)