জাতিসংঘের প্রস্তাবে ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির’ কথা পাঁচবার উল্লেখিত: চীনা মুখপাত্র
2021-12-09 15:47:33

ডিসেম্বর ৯: জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদে ‘মহাকাশে অস্ত্র মোতায়েন না করার’ প্রস্তাব সব দেশের  সমর্থন পেয়েছে। প্রস্তাবে বলা হয়, মহাকাশে অস্ত্র প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করা উচিত। এবার পঞ্চমবারের মতো এ ধারণা জাতিসংঘের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে, এ ধারণা আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি পেয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

মুখপাত্র বলেন, দুঃখের ব্যাপার হলো যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ নিজস্ব মতাদর্শের ভিত্তিতে মুখে একরকম কথা বলে; অন্যদিকে, আন্তর্জাতিক ঐক্য নষ্ট করে সংঘর্ষের উস্কানি দেয়। মার্কিন পক্ষের এ দায়িত্বহীন ও দ্বৈত মানদণ্ড জাতিসংঘ সদস্যদের বিরোধিতা পাবে।

তিনি বলেন, চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষগুলো মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির ধারণা অনুসরণ করে মহাকাশের শান্তি ও নিরাপত্তার জন্য যৌথ চেষ্টা চালাবে।

  (স্বর্ণা/তৌহিদ/ছাই)

জাতিসংঘের প্রস্তাবে ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির’ কথা পাঁচবার উল্লেখিত: চীনা মুখপাত্র_fororder_1129-4