কাবুলে চীনের নতুন দফা কোভিড-১৯ টিকা পৌঁছেছে
2021-12-09 14:12:52

ডিসেম্বর ৯: গতকাল (বুধবার) আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে প্রথম দফা চীনের জরুরি মানবিক ত্রাণ সামগ্রী ও কোভিড-১৯ টিকা পৌঁছেছে।

টিকা হস্তান্তর অনুষ্ঠানে আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ু বলেন, বর্তমানে আফগানিস্তান মহামারী, অর্থনীতি ও মানবিক সংকটের সম্মুখীন হয়েছে। সুপ্রতিবেশী দেশ ও আন্তরিক বন্ধু হিসেবে আফগান পরিস্থিতি পরিবর্তনের ওপর নজর রাখে বেইজিং। মহামারী শুরুর পর থেকে দেশে কোভিড-১৯ টিকা ও ভেন্টিলেটর, মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীও পাঠিয়েছে। আফগান অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের জনগণের চাহিদা বিবেচনা করে ধারাবাহিক সহায়তা প্রকল্প চালু করেছে চীন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য কল্যাণকর হয়েছে।

তিনি আরও বলেন, চীন বিভিন্ন খাতে আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা করবে এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে আফগানিস্তানে কোভিড-১৯ মহামারী প্রতিরোধের চেষ্টা করবে; যাতে দেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী আব্দুল ওমর বলেন, কোভিড-১৯ মহামারী বিশেষ করে নতুন রূপান্তরিত ভাইরাসের ওমিক্রন স্ট্রেইন চিকিৎসার জন্য বড় চ্যালেঞ্জ। চীনের টিকা দেশের মহামারী প্রতিরোধে সহায়তা দেবে। দেশটি চীন ও আন্তর্জাতিক সমাজের সাহায্যের জন্য কৃতজ্ঞ। আরও বেশি চিকিৎসা-সামগ্রী প্রত্যাশা করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)