নেপাল পুনর্গঠনের বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও ভাষণ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
2021-12-09 15:50:59

ডিসেম্বর ৯: গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নেপাল পুনর্গঠনের বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে ‘পারস্পরিক সহযোগিতায় অভিন্ন ভাগ্য সংযুক্ত করে সুন্দর ভবিষ্যত সৃষ্টির যৌথ প্রয়াস’ শিরোনামে ভিডিও ভাষণ দিয়েছেন।

 

ভাষণে ওয়াং ই বলেন, ছয় বছর আগে নেপালে ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল; যা স্থানীয় মানুষের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। নেপালের আন্তরিক বন্ধু হিসেবে চীন বরাবরই নেপালি জনগণের পাশে আছে। ২০১৯ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নেপাল সফর করেন। সফরে তিনি নেপালকে বেশকিছু সহায়তা দেওয়ার ঘোষণা করেন এবং চীন-নেপাল বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন লক্ষ্যবস্তু স্থাপন করেন, যা নেপাল পুনর্গঠন ও উন্নয়নে আরও শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে।

 

ওয়াং ই আরও বলেন, চীন বরাবরই নেপালের প্রতিবেশী রাষ্ট্র এবং উন্নয়নের অংশীদার। দু’দেশ মহামারি প্রতিরোধ ও অর্থনীতি পুনরুদ্ধারসহ নানা ক্ষেত্রে যৌথ প্রচেষ্টা চালাবে।

(রুবি/তৌহিদ/শিশির)