তাইওয়ান ইস্যুতে মার্কিন কর্মকর্তার বক্তব্যের জবাব দিয়েছে চীন
2021-12-09 14:36:34

ডিসেম্বর ৯: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, দেশটি সম্ভাব্য সব ব্যবস্থা নিয়ে ‘তাইওয়ানে সশস্ত্র আক্রমণে’ বাধা দেবে। এ সম্পর্কে গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট মার্কিন বক্তব্য পুনরায় প্রমাণ করেছে যে, দেশটির ‘ভারত মহাসাগর ও প্যাসিফিক কৌশল’ কোনও তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়- এই দাবি সম্পূর্ণ মিথ্যাচার।

তিনি বলেন, চীন তাইওয়ান প্রণালীর দু’তীরের শান্তিপূর্ণ একীকরণ করবে। কিন্তু ‘স্বাধীন তাইওয়ান’ বিচ্ছিন্নতাবাদী তত্পরতা এবং বহিঃশক্তির উস্কানি। চীন দৃঢ়ভাবে নিজের সার্বভৌম নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে।
তিনি যুক্তরাষ্ট্রকে তাইওয়ান ইস্যুর গুরুত্ব উপলব্ধি করে ‘একচীন নীতি’ এবং চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহার মেনে চলে, তাইওয়ান ইস্যুতে সতর্ক আচরণ করা, তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করা, তাইওয়ানের সঙ্গে সরকারি যোগাযোগ ও সামরিক সম্পর্ক বন্ধ করা এবং ‘স্বাধীন তাইওয়ান’ বিচ্ছিন্নতাবাদীর কাছে কোনও ভুল সংকেত না দেওয়ার তাগিদ দেয়।
(প্রেমা/তৌহিদ/ছাই)