যুক্তরাষ্ট্রের ‘ইন্টারনেট লিগ’ গঠনের প্রস্তাব আগের মতো আধিপাত্যবাদের প্রতিফলন: চীনা মুখপাত্র
2021-12-09 19:08:39

ডিসেম্বর ৯: ইন্টারনেটের ভবিষ্যত অল্প কিছু দেশের হাতে নয়। চীন বিজ্ঞান-প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে রাজনীতি করার বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের কথিত ‘গণতন্ত্র শীর্ষসম্মেলনে’ বিভিন্ন দেশ ‘ভবিষ্যত ইন্টারনেটের লিগ’ গঠনের চেষ্টা চালাবে। যা মার্কিন মানদণ্ডের আলোকে ‘উন্মুক্ত, নিরাপদ ও নির্ভরশীল’ ইন্টারনেট শৃঙ্খলা গঠন করার চেষ্টা করবে।

এ প্রসঙ্গে ওয়াং ওয়েন বিন বলেন, এই লিগ গঠনের পেছনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো- ইন্টারনেট বিচ্ছিন্ন করা, ইন্টারনেটে আধিপত্য করা এবং অন্য দেশের প্রযুক্তিগত উন্নয়ন প্রতিহত করা। যুক্তরাষ্ট্র নিজের মানদণ্ড অন্যদের ওপর চাপিয়ে দিতে এবং অন্য দেশ, বিশেষ করে উন্নত দেশগুলোর সহযোগিতামূলক অংশীদার বাছাইয়ের ইচ্ছা দমন করতে চায়।

ওয়াং আরও বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে, কথিত সম্মেলন যুক্তরাষ্ট্রের নিজস্ব রাজনৈতিক স্বার্থে আয়োজন করা হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)