মার্কিন উস্কানি তাইওয়ান প্রণালীর দু’তীরের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি: সিআরআই সম্পাদকীয়
2021-12-09 19:08:09

ডিসেম্বর ৯: সিআরআই সম্পাদকীয় বলেছে, মার্কিন উস্কানি তাইওয়ান প্রণালীর দু’তীরের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। যুক্তরাষ্ট্র ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ শিরোনামের নাটক মঞ্চস্থ করছে। তাইওয়ানের বিচ্ছিন্নতাকারীদের উত্সাহ দিতে এক শ্রেণীর রাজনীতিবিদ খুব তত্পর। যেমন- মার্কিন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি বলেন, ‘বলপ্রয়োগে চীনের মুলভূভাগে তাইওয়ানকে ফিরিয়ে নেওয়ায় বাধা দিতে যথাসাধ্য চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।

 

আজ (বৃহস্পতিবার) চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়তে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সবাইকে বিভ্রান্ত করতে চায় এবং তাইওয়ান প্রণালী’র দু’তীরের শান্তি ও স্থিতিশীলতা লঙ্ঘন করতে চায়। যাতে চীনের ঐক্য প্রক্রিয়া ব্যাহত হয়। যুক্তরাষ্ট্রের এক শ্রেণীর রাজনীতিকের তাইওয়ান ইস্যুতে নিজের কথা রাখে নি। পাশাপাশি তাইওয়াকে অপব্যবহার করে চীনকে বাধা দিয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)