মার্কিন জনগণকে কোভিড-১৯ বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস
2021-12-09 14:35:23

ডিসেম্বর ৯: গতকাল (বুধবার) হোয়াইট হাউজের উপ-মুখপাত্র কারিন জিন-পিয়ের এক ব্রিফিংয়ে বলেন, প্রাথমিক পরীক্ষার ফলাফল থেকে দেখা গেছে, কোভিড-১৯ টিকার তৃতীয় ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। তিনি মার্কিন জনগণকে শিগগিরি বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান; যাতে দেশকে দ্রুত মহামারী থেকে মুক্ত করা যায়।

এদিন সিএনএন ফাইজার ও জার্মান বায়োএনটেক-এর বরাত দিয়ে জানায়, যদিও ফাইজারের দুই ডোজ টিকা ভাইরাসের ওমিক্রন স্ট্রেইন প্রতিরোধ করতে পারে, তবুও তৃতীয় ডোজ টিকা অ্যান্টিবডির মান ২৫ গুণ বাড়াতে পারবে।
(প্রেমা/তৌহিদ/ছাই)