সুদানের সামরিক পক্ষ সুষ্ঠু নির্বাচনে সমর্থন দেবে
2021-12-09 14:34:21

ডিসেম্বর ৯: স্থানীয় সময় গতকাল (বুধবার) সুদানের অন্তর্বর্তী সার্বভৌমত্ব পরিষদের চেয়ারম্যান, সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আবদেলরহমান আল-বুরহান সেনাবাহিনীর নিয়মিত মহড়া পরিদর্শন শেষে এক ভাষণ দিয়েছেন। সামরিক পক্ষ দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোকের সঙ্গে স্বাক্ষরিত রাজনৈতিক সমঝোতা চুক্তি মেনে চলা এবং জন-নিরাপত্তা ও সুদানের স্থিতিশীলতা রক্ষা করে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার কথা পুনরায় ঘোষণা করেছেন।

তিনি বলেন, বাহিনী আবদাল্লা হামদোক এবং তাঁর সাথে সুদানের জনগণ নিয়ে অবাধ ও ন্যায়সঙ্গত নির্বাচন আয়োজনে সমর্থন দেবে।
(প্রেমা/তৌহিদ/ছাই)