চীনে নির্মাণ শিল্পে বিদেশি বিনিয়োগের উপর সব বিধিনিষেধ সরানো হয়েছে
2021-12-09 18:48:41

ডিসেম্বর ৯: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীনের নির্মাণ শিল্পে বিদেশি বিনিয়োগের উপর থেকে সব সীমাবদ্ধতা বাতিল করা হয়েছে। বীজসহ কৃষি ক্ষেত্রে বিদেশি কোম্পানির জন্য প্রবেশাধিকার শিথিল করা হয়েছে। পাশাপাশি আর্থিক, টেলিযোগাযোগ, পর্যটন, পরিবহনসহ নানা খাত উন্মুক্ত করা হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার পরিষেবা বাণিজ্যের তালিকার ১৬০টি বিভাগের মধ্যে চীন ১২০টি বিভাগ বিদেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে।

চীনের নেতিবাচক তালিকায় মাত্র ৩৩টি আইটেম রয়েছে এবং শাংহাই ও হাইনান অবাধ বাণিজ্য এলাকায় চীনের নেতিবাচক তালিকায় যথাক্রমে ৩০টি ও ২৭টি আইটেম রয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)