বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের ২০ বছর: চতুর্থ চীন আন্তর্জাতিক আমদানি মেলায় বাণিজ্যের পরিমাণ ৭০৭২ কোটি ডলার
2021-12-09 18:18:42

ডিসেম্বর ৯: বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর থেকে চীন ধাপে ধাপে উন্মুক্তকরণ বাড়িয়েছে। চীনের পণ্য বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়েছে এবং অন্য দেশের পণ্যও চীনের পরিবারে প্রবেশ করেছে। ২০১৮ সালে শাংহাই শহরে অনুষ্ঠিত হয় প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা এবং চীনও বিশ্বের প্রথম দেশ- যে আমদানি-বিষয়ক জাতীয় পর্যায়ের মেলার আয়োজন করেছে। মহামারি হলেও আমদানিমেলা বন্ধ হয়নি। অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত এ মেলা বিশ্বের সঙ্গে বাজার ভাগাভাগি এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার এগিয়ে নিতে চীনের আন্তরিকতার প্রতিফলন।

গত নভেম্বর মাসে অনুষ্ঠিত চতুর্থ চীন আন্তর্জাতিক আমদানি মেলায় ১২৭টি দেশ ও অঞ্চলের প্রায় ৩০০০ কোম্পানি অংশগ্রহণ করেছে এবং এর বাণিজ্যের পরিমাণ ৭০৭২ কোটি ডলার।

আমদানি মেলা শুধু বাণিজ্যই এগিয়ে নেয় নি। এর মাধ্যমে আরও বেশি আন্তর্জাতিক কোম্পানি চীনের উন্নয়নে সুযোগে লাভবান হয়েছে এবং চীনা বাজারের ওপর তাদের আস্থা জোরদার হয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)