ইসরাইলের ‘বুদ্ধিমান’ পৃথকীকরণ দেয়ালের নির্মাণকাজ সম্পন্ন
2021-12-08 11:20:26

ডিসেম্বর ৮: প্রায় তিন বছর পর, ফিলিস্তিনের গাজা এলাকা বরাবর ‘বুদ্ধিমান’ পৃথকীকরণ দেয়ালের নির্মাণকাজ শেষ করেছে ইসরাইল। গতকাল (মঙ্গলবার) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ৬৫ কিলোমিটার দীর্ঘ এই  দেয়ালে কয়েক শ ক্যামেরা, রাডারব্যবস্থা এবং সেন্সিং সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এ ছাড়া, দেয়ালের যে অংশ সমুদ্রে পড়েছে, সে অংশে সমুদ্রপথে সীমান্ত পার হওয়া লোকদের শনাক্ত করতে  দূরনিয়ন্ত্রিত ব্যবস্থা আছে। দেয়াল নির্মাণে প্রায় ১ লাখ ৪০ হাজার টন লোহা ব্যবহৃত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেয়ালটি দেশটির দক্ষিণাঞ্চলের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এলাকাকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে। (প্রেমা/আলিম/ছাই)