গত নভেম্বর মাসে চীনের বৈদেশিক মুদ্রার মজুদ ৩.২২২৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা টানা দু’মাস ধরে বাড়ছে
2021-12-08 15:54:02

ডিসেম্বর ৮: চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা প্রশাসন ব্যুরোর আজ (বুধবার) এক পরিসংখ্যানে জানায়, গত নভেম্বর মাসের শেষ দিক পর্যন্ত চীনে বৈদেশিক মুদ্রা মজুদের পরিমাণ ছিল ৩.২২২৪ ট্রিলিয়ন মার্কিন ডলার; যা গত মাসের শেষ প্রান্তিকের তুলনায় ৪৮০ কোটি ডলার বেড়েছে। বৃদ্ধির হার ছিল ০.১৫ শতাংশ। চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা প্রশাসন ব্যুরোর উপমহাপরিচালক ও তথ্য মুখপাত্র ওয়াং ছুন ইং বলেন, নভেম্বর মাসে বৈদেশিক মুদ্রা বাজার খুব প্রাণচঞ্চল হয়েছে।

 

চায়না মিনশেং ব্যাংকের প্রধান গবেষক ওয়েন বিন বলেন, চলতি বছর চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা মজুদের পরিমাণ কিছুটা বেড়েছে; এতে প্রধানত ডলারের সূচক বৃদ্ধি ও সম্পদের মূল্য পরিবর্তনসহ নানা উপাদান প্রভাবিত করেছে।

ওয়েন বিন বলেন, পরবর্তীতে চীনা অর্থনীতির স্থিতিশীল প্রবণতা বজায় থাকবে; যা বৈদেশিক মুদ্রা মজুদের স্থিতিশীলতা বজায় রাখার ভিত্তি স্থাপন করবে।

(রুবি/তৌহিদ/শিশির)