বিশ্বের ৫৭টি দেশ ও অঞ্চলে ওমিক্রন স্ট্রেইন পাওয়া গেছে: হু
2021-12-08 17:22:53

ডিসেম্বর ৮: গতকাল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মহামারী-বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, বিশ্বের ৫৭টি দেশ ও অঞ্চলে নভেল করোনাভাইরাসের ওমিক্রন স্ট্রেইন পাওয়া গেছে। গত সপ্তাহে বিশ্বে নতুন করে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৫২ হাজারের বেশি। আফ্রিকা অঞ্চলে নতুন আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৭৯ শতাংশ বেশি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বর্তমানে অধিকাংশ দেশে মানুষ ডেল্টা স্ট্রেইনের ভাইরাসে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। ওমিক্রন স্ট্রেইনের ভাইরাস বৈশ্বিক মহামারীতে কি ধরনের প্রভাব ফেলবে, তা এখনও বলা যাচ্ছে না।
(আকাশ/তৌহিদ/রুবি)