ইউক্রেন ইস্যুতে পুতিন-বাইডেন আলোচনা
2021-12-08 16:27:43

ডিসেম্বর ৮: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (মঙ্গলবার) অনলাইনে বৈঠক করেন এবং ইউক্রেন পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

দুই ঘন্টা ধরে চলা বৈঠকের পর হোয়াটহাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সীমান্ত অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনী মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্র দেশগুলো। রুশ পক্ষ সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, পুতিনের সঙ্গে আলোচনায় জো বাইডেন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখন্ডতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তা ছাড়া, তিনি রাশিয়া ও ইউক্রেনকে কূটনৈতিক পদ্ধতিতে দ্বিপাক্ষিক সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে ক্রেমলিন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পুতিন মনে করেন ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতির অবনতির দায়িত্ব রাশিয়ার বহন করা উচিত নয়। ন্যাটো নিজের সামরিক উপস্থিতিকে রাশিয়ার সীমান্ত পর্যন্ত বিস্তার করেছে এবং ইউক্রেনের ভূখন্ডে বিস্তারের চেষ্টা করছে। ন্যাটো যাতে আরও পূর্বে নিজের প্রভাব বিস্তার করতে না-পারে, তা নিশ্চিত করতে চায় মস্কো। (স্বর্ণা/আলিম/ছাই)

ইউক্রেন ইস্যুতে পুতিন-বাইডেন আলোচনা_fororder_1208-1

ইউক্রেন ইস্যুতে পুতিন-বাইডেন আলোচনা_fororder_1208-2