ইরানের সার্বিক পরমাণু আলোচনা বৃহস্পতিবার ভিয়েনায় অনুষ্ঠিত হবে
2021-12-08 17:23:30

ডিসেম্বর ৮: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) জানান, ইরানের পরমাণু আলোচনা বৃহস্পতিবার ভিয়েনায় অনুষ্ঠিত হবে।
তিনি এদিন ইরানের জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও পরমাণু কর্মকাণ্ডের বিষয়ে ইরান ‘কল্যাণকর ও নির্মানমূলক প্রস্তাব’ উত্থাপন করেছে। যা আলোচনার প্রক্রিয়াকে এগিয়ে নেবে। তিনি আশা করেন- পশ্চিমা দেশের উচিত বাস্তব কর্মকাণ্ড করা। যাতে আলোচনা আরও দ্রুত এগিয়ে নেওয়া যায়। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, একটি সুষ্ঠু সার্বিক চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান আন্তরিক। এতে ইরানের জনগণ লাভবান হতে পারবে।
(আকাশ/তৌহিদ/রুবি)