‘দক্ষিণ-দক্ষিণ মানবাধিকার ফোরামে’ চীনা প্রেসিডেন্টের অভিনন্দনবার্তা
2021-12-08 19:06:59

ডিসেম্বর ৮: আজ (বুধবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ‘দক্ষিণ-দক্ষিণ মানবাধিকার ফোরাম ২০২১’-এ অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

সি চিন পিং বলেছেন, মানবাধিকার হচ্ছে মানবসভ্যতার অগ্রগতির সূচক। তিনি জোর দিয়ে বলেন, সিপিসি বরাবরই মানবাধিকার রক্ষা করে থাকে। চীন বরাবরই জনগণকে সর্বাগ্রে রেখেছে এবং গণ-স্বার্থকে প্রথমে গুরুত্ব দিয়ে আসছে। পাশাপাশি, চীন সবক্ষেত্রে জন-গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছে এবং মানুষের স্বাধীন সার্বিক উন্নয়ন এগিয়ে নিচ্ছে। যাতে চীনের মানবাধিকার খাতে অসাধারণ সাফল্য অর্জিত হয়।

তিনি জানান, মানবাধিকার বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতি আছে। বিশ্বের বিভিন্ন দেশের জনগণের ইচ্ছায় সে দেশের মানবাধিকার উন্নয়নের পথ বাছাই করার অধিকার থাকা উচিত। চীন ব্যাপক উন্নয়নশীল দেশসমূহের সঙ্গে একযোগে মানবজাতির অভিন্ন মূল্যবোধ প্রচার করবে, প্রকৃত বহুপক্ষপাদ রক্ষা করবে এবং আন্তর্জাতিক মানবাধিকার খাতের সুষ্ঠু উন্নয়নে মেধা ও শক্তি দিয়ে অবদান রাখবে।
(আকাশ/তৌহিদ/রুবি)