চীন-নেপাল অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনের জন্য তিনটি প্রস্তাব দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
2021-12-08 15:54:35

ডিসেম্বর ৮: চীন বরাবরই নেপালের সহযোগিতামূলক সুপ্রতিবেশী ও উন্নয়নের অংশীদার দেশ। দু’দেশ হাতে হাত রেখে মহামারি প্রতিরোধ করে আসছে এবং অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি কল্যাণকর সহযোগিতা জোরদার করেছে, যাতে দু’দেশ আরও ঘনিষ্ঠ অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করতে পারে। আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নেপাল পুনর্গঠনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এক ভিডিও ভাষণে এসব কথা বলেছেন।

 

তিনি এ বিষয়ে তিনটি প্রস্তাব দেন। তিনি মহামারি প্রতিরোধে সহযোগিতা অব্যাহত রাখা; নেপালে ভূমিকম্প পরবর্তী পুনর্গঠনে সাহায্য করা এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় যৌথ নির্মাণ জোরদার করার প্রস্তাব দেন।

ওয়াং ই বলেন, দু’দেশের জনগণের সমন্বয় ও সংহতি  নেপালে দুর্যোগ ও মহামারি প্রতিরোধে সাহায্য করবে এবং দেশ পুনরুদ্ধারের পথে নতুন অগ্রগতি অর্জন করবে বলে তিনি আশা করেন।

(রুবি/তৌহিদ/শিশির)