কথিত ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ অবশেষে গণতন্ত্র ম্যানিপুলেটর ও লঙ্ঘনকারী হিসেবে ইতিহাসে স্থান পাবে: চীনা মুখপাত্র
2021-12-08 19:20:12

ডিসেম্বর ৮: যুক্তরাষ্ট্রের নকল গণতন্ত্র ও আধিপাত্যবাদের প্রকৃত চেহারা সবার সামনে খুলে গেছে। দেশটির কথিত ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ অবশেষে গণতন্ত্র ম্যানিপুলেটর ও লঙ্ঘনকারী হিসেবে ইতিহাসে স্থান পাবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

জানা গেছে, সম্প্রতি হাঙ্গেরি সরকার ইইউ’র কথিত ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’-সংক্রান্ত যৌথ অবস্থানের দলিল নাকচ করেছে। তা ছাড়া রাশিয়া, কিউবার সরকারি কর্মকর্তা এবং কেনিয়া ও রুয়ান্ডাসহ আফ্রিকার বেশ কিছু পণ্ডিত কথিত সম্মেলনের বিরোধিতা করেছেন।

এ বিষয়ে ওয়াং ওয়েন বিন বলেন, হাঙ্গেরির কর্মকাণ্ড প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অজুহাতে যে বিচ্ছিন্নতা ও বৈরিতা উস্কানি দিয়েছে, আন্তর্জাতিক সমাজ তা চায় না।

(রুবি/তৌহিদ/শিশির)