দক্ষিণ চীন সাগর সম্পর্কে ভুল মন্তব্য খণ্ডন করেছে চীন
2021-12-08 18:42:20

ডিসেম্বর ৮: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (মঙ্গলবার) বলেছেন, জাতিসংঘ দক্ষিণ চীন সাগর নিয়ে আলোচনার সঠিক জায়গা নয়। তবে, দক্ষিণ চীন সাগর সম্পর্কে ভুল মন্তব্যগুলো খণ্ডন করেছে।

এদিন দক্ষিণ চীন সাগর ও সমুদ্র আইন নিয়ে ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স ও অস্ট্রেলিয়া দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভুল মন্তব্য করেছে। সাধারণ বিতর্কে কেং শুয়াং বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্ব, অধিকার ও আইনগত ভিত্তি আছে। সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে মতভেদ নিয়ন্ত্রণ করা ও শান্তিপূর্ণ পদ্ধতিতে বিরোধ দূর করার চেষ্টা চালাবে চীন। পাশাপাশি, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বজায় রাখে চীন।

কেং শুয়াং জোর দিয়ে বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপিন্স একতরফাভাবে মামলা শুরু করেছে এবং আদালতের এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। চীন এই বিচার মানে না। এর ভিত্তিতে চীন কোনও সিদ্ধান্তও নেবে না। আশা করা যায়, ফিলিপিন্স আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করবে।

(শিশির/তৌহিদ/রুবি)