বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে কর্মকর্তা পাঠাবে না অস্ট্রেলিয়া- চীনা মুখপাত্রের জবাব
2021-12-08 18:40:38

ডিসেম্বর ৮: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সম্প্রতি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে কর্মকর্তা পাঠাবে না বলে ঘোষণা করেছে। এ বিষয়টি গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন। আজ (বুধবার) বেইজিংয়ে মন্ত্রণালয়টির নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মুখপাত্র।
 

মুখপাত্র বলেন, চীন বারবার ঘোষণা করেছে যে, শীতকালীন অলিম্পিক গেমস কোনো রাজনৈতিক প্রচার ও ষড়যন্ত্রের মঞ্চ নয়। চীন কোনো অস্ট্রেলীয় কর্মকর্তাকে আমন্ত্রণ জানায় নি, তাই তারা আসবে কিনা, তা কেউ গুরুত্ব দেবে না। অস্ট্রেলীয় রাজনীতিকরা রাজনৈতিক স্বার্থে এসব কথা বলছেন, যা বেইজিং শীতকালীন অলিম্পিক আয়োজনে কোনও প্রভাব ফেলবে না।

ওয়াং আরও বলেন, অস্ট্রেলিয়া বেইজিং শীতকালীন অলিম্পিকে সরকারি কর্মকর্তাকে পাঠানোর বিষয়টিকে সিনচিয়াংয়ের মানবাধিকার ইস্যুর সঙ্গে যুক্ত করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক বিষয়।

(রুবি/তৌহিদ/শিশির)