আফগান সমস্যা সমাধানে দেশটির অন্তবর্তী সরকারের ভূমিকার ওপর গুরুত্ব দেয়া উচিত্: কাতার ও তুরস্ক
2021-12-08 15:01:02

ডিসেম্বর ৮: কাতার ও তুরস্ক গতকাল (মঙ্গলবার) এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয় আফগান সমস্যা সমাধানে দেশটির অন্তবর্তী সরকারের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া উচিত্।

এদিন কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় কাতার-তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত কমিটির সপ্তম সম্মেলন। সম্মেলনের পর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের মানবিক সংকট সমাধানে অংশগ্রহণ করা উচিত। দেশটির অন্তবর্তী সরকার আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসদমন ও অবৈধ অভিবাসীসহ নানা বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করায় আফগান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পাশাপাশি, আফগান জনগণকে জরুরি মানবিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

(শিশির/তৌহিদ/রুবি)