যে দেশ গণতন্ত্র উপেক্ষা করে, তার ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ আয়োজন করার অধিকার আছে কী? চীনের প্রশ্ন
2021-12-07 19:09:06

ডিসেম্বর ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বলেছেন, যে দেশ গণতন্ত্র উপেক্ষা করে, তার ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ আয়োজন করার অধিকার নেই।

যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ বিশ্বকে বিভক্ত করেছে বলে সমালোচনা করেছে চীন। এর জবাবে হোয়াইট হাউসের তথ্য সচিব জেন সাকি বলেন, অভিন্ন চেষ্টার মাধ্যম বিশ্বের গণতন্ত্র রক্ষার জন্য আলোচনা করতে শীর্ষসম্মেলন আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। এর সমালোচনায় দেশটি দুঃখিত না।

এ বিষয়ে চীনা মুখপাত্র বলেন, মার্কিন গণতন্ত্র সম্মেলন যদি গণতন্ত্র রক্ষা করে তাহলে কেন বিশ্বের সবচেয়ে বেশি ও উন্নত চিকিত্সাসম্পদ ও প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে ৮ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলো? কেন এখনও ৫ কোটি মানুষ কোভিড-১৯ রোগে ভুগছে? যুক্তরাষ্ট্রে বর্ণবাদ কীভাবে ছড়িয়ে পড়েছে? ২০০১ সাল থেকে মার্কিন বাহিনী আফগানিস্তান, সিরিয়া, ইরাক ও লিবিয়াসহ নানা দেশে যুদ্ধ চালিয়েছে এবং এতে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং কোটি মানুষ গৃহহারা হয়েছে। কীভাবে তা গণতন্ত্র রক্ষা করলো?

(শিশির/তৌহিদ/রুবি)