আফ্রিকায় মহামারী প্রতিরোধের সবচেয়ে কঠিন সময়ে চীন সহায়তা দিয়েছে: স্পুতনিক বার্তাসংস্থা
2021-12-07 19:33:07

ডিসেম্বর ৭: সম্প্রতি রুশ স্পুতনিক বার্তাসংস্থার এক প্রবন্ধে বলা হয় যে, আফ্রিকায় মহামারী প্রতিরোধের সবচেয়ে কঠিন সময়ে চীন সহায়তা দিয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের ৮ম মন্ত্রী পর্যায়ের অধিবেশনের’ উদ্বোধনী অনুষ্ঠানে চীন-আফ্রিকা সহযোগিতা উন্নয়নের রোডম্যাপ ঘোষণা করেছেন। তাঁর ভাষণে চীনের কূটনীতিতে আফ্রিকার অগ্রাধিকার দেখা যায়। আফ্রিকা মহাদেশে মহামারী রোধ করা, বাণিজ্য ও রপ্তানিতে সমর্থন দেওয়া এবং আফ্রিকায় মহাদেশীয় মুক্ত বাণিজ্য এলাকার প্রতিষ্ঠায় সমর্থন দেবে চীন। 

পশ্চিমা দেশগুলোর করোনা টিকা মজুদ করে স্বার্থপর আচরণের তুলনায় চীন আফ্রিকাকে ৬০ কোটি ডোজ টিকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি চীন আফ্রিকার চিকিৎসা খাতে ১০টি প্রকল্পে সহায়তা করবে এবং ১৫০০জন চিকিৎসক আফ্রিকায় পাঠাবে। তারা স্থানীয় আফ্রিকানদের সাহায্য করবে।
(আকাশ/তৌহিদ/রুবি)