মার্কিন সরকার অবৈধভাবে সিনচিয়াংয়ে উত্পন্ন পণ্য জব্দ করছে: বেইজিং
2021-12-07 12:53:44

ডিসেম্বর ৭: যুক্তরাষ্ট্রের কিছু চীনবিরোধী শক্তি সিনচিয়াংয়ে ‘জোরপূর্বক শ্রম আদায়ের’ গুজব ছড়াচ্ছে এবং এ অজুহাত দেখিয়ে সেদেশে সিনচিয়াংয়ে উত্পন্ন পণ্য বাজার থেকে জব্দ করার ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এমন আচরণ নগ্ন দস্যুতা ছাড়া আর কিছুই নয়। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।  
মুখপাত্র চাও বলেন, চীন বার বার জোর দিয়ে বলছে যে, সিনচিয়াংয়ে ‘জোরপূর্বক শ্রম আদায়ের’ কোনো ঘটনা ঘটেনি বা ঘটছে না। সেখানকার মানুষ স্বাধীনভাবে নিজেদের পেশা নির্বাচন করে থাকে। কিন্তু চীন-বিরোধীরা যুক্তি ও সত্যকে আমলে না-নিয়ে, গুজবের পেছনে ছুটছে। 
উল্লেখ্য, গত এক বছরে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগ তথাকথিত ‘জোরপূর্বক শ্রমের’ সাথে জড়িত মোট ৪৮৫ মিলিয়ন মার্কিন ডলারের চীনা পণ্য জব্দ করে।  (প্রেমা/আলিম/ছাই)