ভুল মার্কিন আচরণ চীন ও যুক্তরাষ্ট্রের ক্রীড়া খাত ও অলিম্পিক সহযোগিতার ভিত্তি নষ্ট করেছে: চাও লি চিয়ান
2021-12-07 19:33:34

ডিসেম্বর ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, যুক্তরাষ্ট্রের ভুল আচরণ ইতোমধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের ক্রীড়া খাত ও অলিম্পিক সহযোগিতার ভিত্তি নষ্ট করেছে। 

যুক্তরাষ্ট্র সম্প্রতি ঘোষণা করে যে, ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে বাইডেন প্রশাসন কোন রাজনৈতিক ও সরকারি প্রতিনিধি পাঠাবে না। এর জবাবে চাও লি চিয়ান আজ জানান, চীন তীব্র অসন্তুষ্টি প্রকাশ করে এবং দৃঢ় বিরোধিতা করে। চীন অবশ্যই শক্তিশালী পদক্ষেপ নেবে।

তিনি বলেন, অলিম্পিক গেমস রাজনীতি করার মঞ্চ নয়। অলিম্পিক নীতিমালা অনুসারে, বিভিন্ন দেশের কর্মকর্তাদের অলিম্পিক গেমসে উপস্থিত থাকার বিষয়টি নিজ দেশের অলিম্পিক কমিটির আমন্ত্রণের সঙ্গে জড়িত। মার্কিন সরকারি কর্মকর্তারা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে থাকবেন কিনা, তারা তাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন কিনা, তা যুক্তরাষ্ট্র নিজের ব্যাপার। যুক্তরাষ্ট্র তাদের সরকারি কর্মকর্তা পাঠানোর বিষয়টি তথাকথিত সিনচিয়াং মানবাধিকার ইস্যুর সঙ্গে যুক্ত করেছে— যা নিতান্তই ভিত্তিহীন ও ভুল পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ষড়যন্ত্র মানুষের সমর্থন পাবে না এবং তা অবশ্যই ব্যর্থ হবে।
(আকাশ/তৌহিদ/রুবি)