নয়াদিল্লিতে মোদি-পুতিন বৈঠক অনুষ্ঠিত
2021-12-07 14:41:52

ডিসেম্বর ৭: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (সোমবার) নয়াদিল্লিতে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দু’নেতা আর্থ-বাণিজ্য, জ্বালানিসম্পদ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে একমত হন। এটি ছিল রুশ-ভারত ২১তম শীর্ষ সম্মেলন।

রুশ প্রেসিডেন্ট গতকাল (সোমবার) থেকেই ভারত সফর শুরু করেন। মহামারী শুরুর পর এবারই প্রথম দু’নেতা সামনাসামনি বৈঠক করলেন।

বৈঠকশেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালে দু’দেশের বাণিজ্যের পরিমাণ ৩০০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করতে দু’দেশ যৌথ প্রচেষ্টা চালাবে এবং বাণিজ্যে দু’দেশের মুদ্রা ব্যবহার করা হবে; দু’দেশ অব্যাহতভাবে তেল ও প্রাকৃতিক গ্যাসসহ জ্বালানিসম্পদ খাতে সহযোগিতা জোরদার করবে; দু’দেশ ব্রিক্স কাঠামোতে সহযোগিতা ও সমন্বয় জোরদার করবে এবং আন্তর্জাতিক ইস্যুতে শাংহাই সহযোগিতা সংস্থাকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সমর্থন দেবে।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করা ছিল এবারের বৈঠকের প্রধান বিষয়। দু’দেশ ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করবে বলে আশা করা যায়। তা ছাড়া, দু’দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, উচ্চ প্রশিক্ষণ, মেধাস্বত্ব, সামরিক সহযোগিতা, সাংস্কৃতিক আদানপ্রদান এবং মহাকাশ উন্নয়ন, ইত্যাদি ক্ষেত্রে ২৮টি চুক্তি স্বাক্ষরিত হয়।

একই দিন দু’দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় ডিসেম্বর মাস থেকে রাশিয়া ভারতে এস-৪০০ আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। (ইয়াং/আলিম/ছাই)

নয়াদিল্লিতে মোদি-পুতিন বৈঠক অনুষ্ঠিত_fororder_1207-1