লিথুয়ানিয়ার উচিত মানবাধিকার ইস্যুতে আত্মসমালোচনা করা: চীনা মুখপাত্র
2021-12-07 10:54:44

ডিসেম্বর ৭: লিথুয়ানিয়ার উচিত আন্তর্জাতিক সমাজের মতামতকে আমলে নেওয়া এবং নিজের ন্যাক্কারজনক মানবাধিকার রেকর্ড নিয়ে আত্মসমালোচনা করা। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

চীনা মুখপাত্র চাও বলেন, জাতিসংঘের সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, দীর্ঘকাল ধরে লিথুয়ানিয়ার সীমান্ত এলাকায় শরণার্থীদের ও অবৈধ অভিবাসীদের আটক রাখা হচ্ছে। লিথুয়ানিয়ায় অবস্থিত শরণার্থীশিবিরে বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটানো হয় না এবং কখনও কখনও সেখানে শরণার্থীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

মুখপাত্র আরও বলেন, এ নির্যাতন থেকে শিশু ও প্রবীণরাও রেহাই পাচ্ছেন না। এ অবস্থায় লিথুয়ানিয়ার সরকারের উচিত শরণার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর জাতিসংঘের এক প্রতিবেদনে লিথুয়ানিয়ায় শরণার্থী ও অভিবাসীদের ওপর নির্যাতন এবং শরণার্থীশিবিরগুলোর দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। (সুবর্ণা/আলিম/মুক্তা)